Governor vs Kalyan Banerjee: এবার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: রাজ্যে আরও চড়ল বোস বনাম কল্যাণের সংঘাত। বুধবার হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্যপালের (Governor CV Ananda Bose) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারার লঙ্ঘনের কথা। বিশেষভাবে লক্ষণীয়, অভিযোগপত্রে সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) নাম, ঠিকানা ও বাবার নাম থাকলেও তাঁর পদ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত নাম দিয়েই অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সংঘাতের সূত্রপাত কয়েকদিন আগে, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেছিলেন যে রাজভবনের (Raj Bhavan) ভিতরে বোমা ও বন্দুক রাখা আছে। সেই দাবির পর সোমবার রাজ্যপাল রাজভবনে বম্ব স্কোয়াড (Bomb squad) ডাকেন। সিআইএসএফ (CISF) ও রাজ্য পুলিশ মিলে তল্লাশি চালালেও বিশেষ কিছু পাওয়া যায়নি।

এরপর মঙ্গলবার রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছিল, সাংসদ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ উস্কে দিয়েছেন। বিএনএস-এর ১৫১ ও ১৫২ ধারায় মামলা রুজু হয়। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১৯৭ নম্বর ধারায় মিথ্যা অভিযোগ আনার অভিযোগও করা হয়েছিল। এর পাল্টা হিসেবে এবার রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন কল্যাণ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “গত তিন বছর ধরে রাজ্যে বিভিন্ন অপকর্ম করে চলেছেন সিভি আনন্দ বোস। উনি এজেন্ডা নিয়ে নিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষকে লেলিয়ে দেওয়ার। সুনির্দিষ্টভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশকে বলব, অভিযোগ খতিয়ে দেখতে।” এই ঘটনায় এখনও পর্যন্ত রাজভবনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen