হার্দিক–মাহিকার ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল, কে এই ‘মডেল অফ দ্য ইয়ার’?

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১০: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের ঝলক প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার সন্ধ্যাতেও ইনস্টাগ্রামে তিনি কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন, যার বেশ কয়েকটিতে ছিলেন মাহিকাও। এক ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সেজে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দু’জনে। হার্দিককে প্রেমিকার গালে আদর করতে দেখা যায়। আরেকটি ভিডিওয় দু’জনকে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে—যা দেখে অনেকে ধারণা করছেন, এটি হয়তো দীপাবলি উদযাপনের কোনও মুহূর্ত। একটি ছবিতে তো মাহিকা আয়নার সামনে সেলফি তুলছেন আর হার্দিক তাকে কোলে তুলে রেখেছেন—যা নজর কাড়ে সকলের।

কে এই মাহিকা শর্মা ?
অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক হওয়ার পরই মাহিকা পা রাখেন মডেলিং ও অভিনয় জগতে। তানিষ্ক, ভিভো, ইউনিক্লোর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি মুখ্য মডেল হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মণীশ মালহোত্রা, অনিতা দোঙ্গরে, তরুণ তেহলিয়ানির মতো শীর্ষ ডিজাইনারদের র‍্যাম্পেও হেঁটেছেন। ২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে “মডেল অফ দ্য ইয়ার (নিউ এজ)” খেতাব পান। একই বছরে চোখের গুরুতর ইনফেকশন হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে শো বাতিল না করে র‍্যাম্পে হাঁটার জন্য প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি।

হার্দিক পূর্বে বিবাহিত ছিলেন নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে। ২০২০ সালের মে মাসে তাঁদের বিয়ে এবং ২০২৩ সালে হিন্দু ও খ্রিস্টান রীতিতে পুনর্বিবাহের পরও, ২০২৪ সালের জুলাইয়ে বিচ্ছেদের ঘোষণা দেন দু’জনে। তাঁদের একমাত্র সন্তান আগস্ট্যকে যৌথভাবে লালন-পালন করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক ও নাতাশা। তারা অনুরোধ করেছেন, এই সময়ে যেন তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen