হিন্দু সমাজকর্মীদের প্রতিবাদ, চিড়িয়াখানায় পশুদের দেওয়া যাবে না গোমাংস

সোমবার রীতিমতো এই ইস্যুতে প্রতিবাদ আন্দোলনের ঝড় তোলেন তাঁরা। গুয়াহাটিতে অসম স্টেট জুয়ের সামনে হিন্দু সমাজকর্মীদের সংগঠন প্রতিবাদ দেখান।

October 13, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

পশুদের খাবারেও ধর্মীয় জাতপাতের বেড়া। এবার চিড়িয়াখানায় মাংসাশী পশুদের খাবার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হিন্দু সমাজকর্মীরা। সোমবার রীতিমতো এই ইস্যুতে প্রতিবাদ আন্দোলনের ঝড় তোলেন তাঁরা। গুয়াহাটিতে অসম স্টেট জুয়ের সামনে হিন্দু সমাজকর্মীদের সংগঠন প্রতিবাদ দেখান।

তাঁদের দাবি মাংসাশী পশুদের খাবার দেওয়ার জন্য কোনও ভাবেই গোমাংস ব্যবহার করা যাবে না। বাঘ ও অন্যান্য পশুদের খাবারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছে। এই দাবি নিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে চিড়িয়াখানার সামনে রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা।

অসম স্টেট জুয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার তেজস মারিস্বামী জানান চিড়িয়াখানায় যাঁরা মাংস সরবরাহ করেন, তাঁদের গাড়ি আটকান একদল ব্যক্তি। কোন প্রাণীর মাংস নিয়ে যাওয়া হচ্ছে, তা জানতে চান তাঁরা। চিড়িয়াখানার পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

১৯৫৭ সালে এই অসম স্টেট জু তৈরি হয়। গুয়াহাটির একেবারে মধ্যবর্তী এলাকায় এটি অবস্থিত। হেনগ্রাবাড়ি রিজার্ভ ফরেস্টের ১৭৫ হেক্টর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই চিড়িয়াখানা। এতে রয়েছে ১০৪০ জাতীয় বন্য পশু, ১১২ প্রজাতির পাখি। উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা এটি।

বর্তমানে এই চিড়িয়াখানায় ৮টি বাঘ, ৩টি সিংহ, ২৬টি চিতাবাঘ সহ বেশ কিছু পশু ও পাখি রয়েছে। তবে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় মার্চ মাস থেকে চিড়িয়াখানাটি বন্ধ রাখা হয়েছে।

দেশ জুড়ে ছড়িয়েছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৬ হাজার ৭৩২ জন। ওই একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮১৬ জনের।

নতুন করে সংক্রমণের ঘটনায় দেশে মোট করোনা আক্রান্ত হলেন ৭১ লক্ষ ২০ হাজার ৫৩৯ জন। এরমধ্যে অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক দেশজুড়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১৫০ জনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen