মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘ইমপিচমেন্ট’-র প্রস্তাব আনতে চলেছে INDIA bloc?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) মুখ্য নির্বাচন কমিশনার পদে আসীন হওয়ার পর থেকেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ বাড়ছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন আর স্বাধীন এবং নিরপেক্ষ নেই। তাই এবার মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ বা ‘ইমপিচমেন্ট’-র প্রস্তাব আনতে সক্রিয় ইন্ডিয়া জোট।
সূত্রের খবর, কংগ্রেস মূলত উদ্যোগ নিচ্ছে। এই বিষয়ে ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। আসন্ন শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ প্রস্তাব আনা হতে পারে। প্রাথমিক আলোচনা শুরু হয়েছে তবে খবর এখনও সব দল ঐক্যমত হয়নি। শীতকালীন অধিবেশন যে ভোটচুরি ইস্যুতে উত্তাল হতে চলেছে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
সংসদের বাদল অধিবেশনে জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল বলে শোনা যায়। যদিও শেষ পর্যন্ত তখন অপসারণ প্রস্তাব আনা হয়নি। বিহার নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস একপ্রকার নিশ্চিত, ভোটপ্রক্রিয়ায় কোথাও ত্রুটি রয়েছে। প্রকাশ্যেই তার বিরুদ্ধে সরব একাধিক বিরোধী দল। উল্লেখ্য, সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের জন্য সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হয়। ইমপিচ করার ক্ষেত্রে সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেই সংখ্যা বিরোধীদের নেই। কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলে, তা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ হবে।