সীমাহীন কাজের চাপ! ইনিউমারেশন ফর্ম দিতে বেরিয়ে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত BLO

November 20, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: SIR-র কাজে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন BLO তপতী বিশ্বাস। ইনিউমারেশন ফর্ম বিলির সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে দ্রুত কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতী বিশ্বাস। তাঁর দেহের বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তপতীদেবীর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, SIR সংক্রান্ত প্রবল কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। মানসিক চাপ বাড়ছিল। সেই কারণেই এই স্ট্রোক।

বুধবার সকালে কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ফর্ম বিলি করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা তপতি বিশ্বাস। ৬০ বছরের তপতিদেবী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। বুধবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, ফর্ম বিলি করা এরপর তা ফেরত নেওয়া, এরপর কিউআরকোড স্ক্যান করে অনলাইনে আপলোড করা। দীর্ঘ প্রক্রিয়ায় একেবারে নাজেহাল হয়ে উঠেছিলেন তপতী। ঘুম ঠিকভাবে হচ্ছিল না। ফর্ম জমা দেওয়ার জন্য বারবার ফোন। সেই মানসিক চাপ থেকেই এই অঘটন।

বাংলায় SIR প্রক্রিয়া ঘোষণার পর থেকে আম জনতার মনে জাঁকিয়ে বসেছে আতঙ্ক। আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন। কাজের চাপেও BLO-রা আত্মহত্যা করছেন, এমন অভিযোগও উঠছে। বুধবার সকালে মালবাজারে এক মহিলা BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আগেই পূর্ব বর্ধমানে ফর্ম বিলি করতে করতে এক BLO-র মৃত্যু হয়েছিল। বুধবার X হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen