হোয়াইট হাউসে মুখোমুখি ট্রাম্প–মামদানি! তপ্ত সম্পর্কেও প্রথম বৈঠক শুক্রবার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৬: নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—দু’জনেই অতীতে একে অপরের প্রতি তীব্র সমালোচনা করেছেন। তবু আগামী শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫-এ, হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে চলেছে। বুধবার ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে এই সাক্ষাতের কথা নিশ্চিত করেন।
মামদানি জানিয়েছেন, তাঁর দল ইতিমধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে শহরের গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে আলোচনার জন্য। তাঁর মুখপাত্রের বক্তব্য, এই সাক্ষাতে নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি এবং ‘অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা’—এই তিনটি মূল বিষয়ই আলোচ্য তালিকায় থাকবে।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন, মামদানি জিতলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ কয়েক বিলিয়ন ডলার ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দেন। বর্তমানে নিউ ইয়র্ক সিটি ২০২৬ অর্থবর্ষে ফেডারেল সরকারের কাছ থেকে প্রায় ৭.৪ বিলিয়ন ডলার পাচ্ছে, যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬.৪%।
ট্রাম্প বারবার মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করলেও তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন—কারণ তিনি নিজেকে স্পষ্টভাবে ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন। অন্যদিকে, অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের তীব্র সমালোচনা করে আসছেন মামদানি।
৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের নীতির বিরোধিতা এবং নিউ ইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা—এই দুটি বিষয় মামদানির প্রচারের কেন্দ্রবিন্দু ছিল। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নেবেন।