BLO App-এ বড়সড় বদল! প্রশ্ন উঠছে নিরক্ষেপতা নিয়ে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: যেন বিহারের পুনরাবৃত্তি! BLO App বড়সড় বদল হয়েছে। সেই বদলকে ঘিরে বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন মঙ্গলবার রাতে অ্যাপে নতুন এক অপশন যোগ করেছে। যার সাহায্যে ইনিউমারেশন ফর্ম আপলোডের ভুল সংশোধন করা যাবে। আবার সংশ্লিষ্ট ভোটারকে ‘আনম্যাপ’ও করতে পারবেন BLO-রা। BLO-দের অভিযোগ, ভুল সংশোধনের সুযোগ না-থাকায় শাস্তির মুখে পড়তে হচ্ছিল তাঁদের। সেই অভিযোগের প্রেক্ষিতেই নয়া সুবিধা এল অ্যাপে। BLO-দের মতে, এতে ভুলভ্রান্তি কমবে।
বিহারের অভিজ্ঞতা তুলে ধরে তথ্যাভিজ্ঞদের প্রশ্ন, নিরপেক্ষতা কি বজায় থাকবে? যোগ্য ভোটারকে রাজনৈতিক চাপে আনম্যাপ করা হবে না, তা নিশ্চয়তা কোথায়?
বিহারের খসড়া তালিকাতে এমন অনেক ঘটনা ঘটেছে। মৃত বা রাজ্যছাড়া দেখিয়ে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছিল। সীমান্ত অঞ্চলে সর্বাধিক বাদ পড়েছিল। ৫০ বছরের কম বয়সী বহু মানুষকে মৃত দেখানো হয়েছিল। পূর্ণিয়াতে খসড়া তালিকার ১.৯ লক্ষ বাদ যাওয়া নামের মধ্যে ৮৩ হাজার ফেরাতে হয়েছিল। গোটা বিহারে শেষ পর্যন্ত বাদ থাকা ভোটারের সংখ্যা নেমে আসে ৪৭ লক্ষে। নতুন ভোটার যুক্ত হওয়ায় ২১ লক্ষেরও বেশি নাম ফের অন্তর্ভুক্ত হয়।
রাজনৈতিক মহলের প্রশ্ন, ফর্ম বিলি, সংগ্রহ ও আপলোড করা BLO-দের কাজ। বাদ দেওয়ার ক্ষমতা তাঁদের কেন? রাজনীতির প্রভাব হবে তো গোটা প্রক্রিয়া? সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।