পরিকাঠামোর অভাব ও BLO-দের দুর্দশার কথা উল্লেখ করে SIR বন্ধের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

November 20, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: SIR প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। BLO-দের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সীমিত সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা অসম্ভব। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। এর দরুন সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দপ্তরকেও আক্রমণ করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী লিখছেন, এহেন পরিস্থিতিতে সাহায্য বা সময়সীমা না-বাড়িয়ে কলকাতার সিইও দপ্তর ভয় দেখাচ্ছে। শোকজ করা হচ্ছে বলো-দের। কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে অস্বীকার করছে কমিশন।

বাংলায় SIR শুরু হতেই আতঙ্কে মৃত্যু মিছিল আরম্ভ হয়েছে। একের পর এক BLO অসুস্থ হয়ে পড়ছেন। বুধবার মালবাজারে বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলা BLO-র ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপেই এই আত্মহত্যা। জানা গিয়েছে, মৃতার নাম শান্তিমণি এক্কা। মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা তিনি। রাজ্যে SIR-র আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠছে। অনেকেই ভয় থেকে আত্মহত্যা করছেন। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে আগে। ফর্ম বিলি করতে করতে পূর্ব বর্ধমানের এক BLO-র স্ট্রোক হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছিল। গতকালই BLO-র মৃত্যু নিয়ে সরব হন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছিলেন, ‘‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি। একজন অঙ্গনওয়াড়ি কর্মী, SIR সংক্রান্ত কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছিলেন। SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন, কেউ কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ কেউ চাপ এবং অতিরিক্ত কাজের কারণে।’’

তিনি আরও লিখছেন, ‘‘তথাকথিত নির্বাচন কমিশন তরফে চাপানো অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন চলে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় তিন বছর সময় লাগত, এখন রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য নির্বাচনের প্রাক্কালে ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে।’’ নির্বাচন কমিশনের কাছে SIR বন্ধের আর্জি জানিয়েছেন মমতা। তিনি লিখছেন, ‘‘আমি ইসিআইকে বিবেকের সঙ্গে কাজ করার এবং আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান অবিলম্বে বন্ধ করার আবেদন জানাচ্ছি।’’ আজ তিনি চিঠি লিখলেন। এখন দেখার চিঠির পর আদৌ কোনও পদক্ষেপ হয় কি-না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen