২৫ বছরে দশমবার মুখ্যমন্ত্রী, একনজরে ‘পল্টুরাম’ নীতীশের পালাবদলের আখ্যান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: বিহারের রাজনীতিতে তাঁকে নিয়ে কৌতুক চলে, কিন্তু তাঁকেই সেই আলোচনার কেন্দ্রে রাখে রাজ্য। ‘পল্টুরাম’ নামে পরিচিত নীতীশ কুমার (Nitish Kumar) আবারও শপথ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister of Bihar) হিসেবে। এটিই তাঁর দশম ইনিংস। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে শপথ নেন তিনি।
রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan) শপথবাক্য পাঠ করান নীতীশকে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন।
২০০০ সাল থেকে এ পর্যন্ত নয় বার মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। এবার দশমবার। মোট সময় হিসেবে প্রায় দুই দশক ধরে বিহারের ক্ষমতার কেন্দ্রে তিনি। এই দীর্ঘ যাত্রায় বহুবার শিবির বদল করেছেন, কখনও মহাজোট, কখনও এনডিএ (NDA)। রাজনীতির পালাবদল যতই হোক, নীতীশের চেয়ারে টান পড়েনি।
নীতীশের রাজনৈতিক অভিষেক ১৯৮৫ সালে। জনতা দলের (Janata Dal) টিকিটে প্রথম বিধায়ক হন তিনি। তখন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ছিলেন বিহারের উঠতি যুব নেতা। নীতীশ লালুর অনুগামী হিসেবেই শুরু করেন। তবে নিজের রাজনৈতিক গুরুর জায়গায় রাখেন কর্পুরি ঠাকুরকে। ১৯৮৯ সালে লালুকে বিরোধী দলনেতা (Leader of the opposition) বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
তবে সম্পর্কের অবনতি খুব বেশি দেরি হয়নি। ১৯৯৪ সালে লালুর আরজেডি (RJD) ছেড়ে জর্জ ফার্নান্ডেজের (George Fernandez) নেতৃত্বে তৈরি হয় জনতা দল (জর্জ)। পরে সেটাই সমতা পার্টি নামে আত্মপ্রকাশ করে। দ্রুতই সেই দলের মুখ হয়ে ওঠেন নীতীশ।
১৯৯৬ সালে সমতা পার্টি বিজেপির সঙ্গে জোট বাঁধে। নীতীশ যুক্ত হন বাজপেয়ী সরকারের (Vajpayee Govt) মন্ত্রিসভায়। এবং ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। যদিও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মাত্র সাত দিন পরই তাঁকে সরে যেতে হয়।
প্রকৃত প্রত্যাবর্তন ২০০৫ সালের নভেম্বরে। এনডিএ (NDA) জোট ৮৮ আসন পাওয়ার পর মুখ্যমন্ত্রী হন নীতীশ। এরপর টানা আট বছর ক্ষমতায়। ২০১০ সালে জেডিইউ কার্যত এককভাবে সরকার গড়লে ‘সুশাসনবাবু’ পরিচিতি জোটে তাঁর।
তবে ২০১৩-তে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ। ২০১৫-র নির্বাচনে ফের লালু প্রসাদ যাদবকে পাশে নিয়ে মহাজোট গড়ে বড় জয় আনেন। সেই সরকারে তেজস্বী যাদব ছিলেন উপমুখ্যমন্ত্রী।
এই জোটও বেশিদিন টেকেনি। ২০১৭-তেই দুর্নীতির অভিযোগ তুলে মহাজোট ছাড়েন নীতীশ। এরপর আবার হাত মেলান বিজেপির (BJP) সঙ্গে। ২০২০-তেও এনডিএকে ক্ষমতায় রাখেন তিনি। কিন্তু দুই পক্ষের সম্পর্ক আবার খারাপ হয়। ২০২৩ সালে দল ভাঙানোর অভিযোগ তুলে বিজেপিকে ছেড়ে ফের মহাজোটে ফেরেন। আবার তেজস্বীর সঙ্গ, আবার উপমুখ্যমন্ত্রী তেজস্বী।
কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আবার বদল। ফের মোদীর সঙ্গ নেন নীতীশ। কেন্দ্রের সরকার (Central Govt) টিকিয়ে রাখতে তাঁর সমর্থন ছিল গুরুত্বপূর্ণ।
২০২৫-এ এনডিএ (NDA) বিপুল জয়ের পর আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে নীতীশ। ২৫ বছরে দশবার শপথ। বিহারের রাজনীতিতে এমন উত্থান-পতন খুব কমই দেখা যায়।