আগামী রবিবার ফের ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৯: আগামী রবিবার ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge) বা দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে সড়ক পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে বিকল্প পথে চলতে হবে। লালবাজারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে,
– এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে টার্ফভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ অথবা কেপি রোডে প্রবেশ।
– কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ।
– সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে হেস্টিংস মোড় হয়ে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ।
– কেপি রোড ধরে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র্যাম্প হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজ।
বিদ্যাসাগর সেতু ২৭ বছরে পা দিয়েছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি দেশের দীর্ঘতম কেবল সেতু। নির্মাণকালে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের আয়ু প্রায় ২৫ বছর। সেই কারণে এখন সেগুলি বদলানো জরুরি হয়ে পড়েছে।
সেতু বিশেষজ্ঞদের মতে, কোনও সেতুতে টানা ২৫ বছর যানচলাচল হলে তা সংস্কার অপরিহার্য। নইলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই কারণেই এইচআরবিসি বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে। বিদ্যাসাগর সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে, যার মধ্যে প্রাথমিক পর্যায়ে সেগুলিই বদলানো হচ্ছে।
প্রতি রবিবার সেতু বন্ধ থাকায় হাওড়া ও সাঁতরাগাছির বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের দাবি, নিরাপত্তার স্বার্থেই রবিবার দিনের বেলায় কাজ করা হচ্ছে। তবে যাতায়াতকারীদের অসুবিধা কমাতে বিকল্প রুটে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।