শনিবার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক, ২৬শের ভোটের প্রস্তুতিতে রাজ্য সরকার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৫: বছর ঘুরতেই ২৬শের বিধানসভা ভোট। তার আগে SIR বিতর্কের মাঝে শুরু হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। আগামী শনিবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। রাজ্যের সব জেলার জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে নির্বাচন-পূর্ব পরিকাঠামো ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রশাসনিক মহলে।
সূত্রের খবর, বৈঠকে ইভিএম (EVM) প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা, লজিস্টিক ব্যবস্থা, নিরাপত্তা রূপরেখা প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি বিস্তারিত ভাবে খতিয়ে দেখবেন মুখ্যসচিব। ভোটের আগে ইভিএম পরীক্ষা, সংরক্ষণ ও পরিবহণ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ সমগ্র প্রক্রিয়ারই রোডম্যাপ ঠিক করা হবে বলে জানা গিয়েছে।
এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠি। বৃহস্পতিবার তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) SIR প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। অভিযোগ করেছেন, কোনও পরিকল্পনা ছাড়াই এসআইআর (SIR) কার্যক্রম চালানো হচ্ছে, যা প্রশাসনিকভাবে জটিলতা তৈরি করছে এবং নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে দুই বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যু ও বেশ কয়েক জনের অসুস্থতার ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এসআইআরের অতিরিক্ত চাপই এই ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে। তাই অবিলম্বে প্রক্রিয়া স্থগিত রেখে পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
এসআইআর বিতর্কের মধ্যেই মুখ্যসচিবের (Chief Secretary) এই গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, প্রশাসন কি তবে নির্বাচন প্রস্তুতি দ্রুততর করতে চাইছে? যদিও সরকারি সূত্রের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই চলছে। তবে আগামী শনিবারের বৈঠকে মুখ্যসচিব কী নির্দেশ দেন, তার উপরই এখন নজর গোটা প্রশাসনের।