BJP-র নির্বাচিত জনপ্রতিনিধি বাংলাদেশের ভোটার! SIR আবহে চাঞ্চল্য স্বরূপনগরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: SIR শুরু হয়েছে, অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুকুম জারি করছেন বিজেপি নেতা, মন্ত্রীরা। কিন্তু ঝুলে থেকে বেরিয়ে পড়ল অন্য বিড়াল। বাংলাদেশের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে নাম, তিনিই পদ্মপার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য। বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি! ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের। জানা যাচ্ছে, ওই পঞ্চায়েত সদস্যের নাম সুভাষচন্দ্র মণ্ডল। প্রশাসন জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করবেন। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র।
জানা গিয়েছে, এলাকায় বহু দিন ধরেই বিজেপি কর্মী বলে পরিচিত সুভাষচন্দ্র। পঞ্চায়েতের সদস্যও। দলীয় কর্মসূচিতে নাগরিকত্ব ও অনুপ্রবেশ ইস্যুতে নানান দাবি করেন তিনি। বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের ১০০ নম্বর বুথে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন সুভাষচন্দ্র মণ্ডল। বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। SIR আবহে বাংলাদেশের সরকারি ভোটার তালিকায় তাঁর নাম থাকার অভিযোগ নথিসহ প্রকাশ্যে এল। বাংলাদেশের নথি অনুযায়ী, তিনি সুভাষ মণ্ডল, পিতা রাধাকান্ত মণ্ডল। বাড়ি সাতক্ষীরার রুদ্রপুরের কলারোয়ায়। ভারতে এসে তিনি সুভাষচন্দ্র মণ্ডল, বাবার নাম রাধাপদ মণ্ডল। বিষয়টি জানাজানি হতেই গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ।
আম জনতার প্রশ্ন, কীভাবে এক ব্যক্তি দুই দেশের ভোটার তালিকায় নাম রাখতে পারে? পঞ্চায়েতের সদস্য পদে নির্বাচনের সময় এই তথ্য গোপন করা হল কেন? বিজেপির স্থানীয় নেতৃত্ব চুপ। স্বরূপনগরের তৃণমূল নেতৃত্বের মতে, বিজেপি জেনেশুনে সীমান্তে জোড়া পরিচয়ের লোকজনকে দলে টেনে প্রভাব বিস্তার করতে চাইছে। বিজেপি অনুপ্রবেশ নিয়ে ভাষণ দেয়। নিজেদের স্বার্থে দুই দেশের পরিচয়ধারী ব্যক্তিকে পঞ্চায়েত সদস্য বানায়।