ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: শুক্রবার সকালে ভূমিকম্প কেঁপে উঠল কলকাতা এবং শহরতলির নানান অঞ্চল। একই সঙ্গে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। শহরবাসীদের মতে প্রায় ত্রিশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল কম্পন। জানা যাচ্ছে, বেশ তীব্র পাল্লার কম্পন অনুভূত হয়েছে।
আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। গোটা রাজ্যে, উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎস বাংলাদেশের ঘোরাশাল। ওপার বাংলা এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে কম্পন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল