SIR-এর প্রতিবাদে মঙ্গলে বনগাঁয় সভা ও মিছিল মমতার

November 21, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় সভা ও মিছিল করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা এবং চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে।

SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে তিনি মিছিল করবেন। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার পর বনগাঁর ত্রিকোণ পার্কে একটি জনসভা করার কর্মসূচি ঠিক হয়েছে।

রাজ্যজুড়ে এখন ভোটার তালিকার (voter list) বিশেষ নিবিড় সংশোধন বা SIR চলছে। কমিশন পরিষ্কার নির্দেশনা দেওয়ার পরও অনেকের মধ্যে সন্দেহ এবং আতঙ্ক রয়ে গেছে। মতুয়া সম্প্রদায়ের (Matua community) একটি অংশ মনে করছেন, এই প্রক্রিয়ার ফলে তাঁদের নাম বাদ পড়তে পারে। সেই আশঙ্কায় তাঁরা গত কয়েক সপ্তাহ ধরে সরব। এমনকি মমতাবালাপন্থী কয়েকজন অনশনেও বসেছিলেন, যা ১৩ দিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে ওঠে।

এই পরিস্থিতিতে মতুয়া মহলে আশ্বাস দিতে এবং তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই মতুয়াগড়ের কর্মসূচি বলে মনে করা হচ্ছে। এর আগে কলকাতায় এসআইআর (SIR) বিরোধী মিছিল করেছিলেন মমতা এবং অভিষেক দু’জনেই।

আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Election 2026)। তার আগে ১২ রাজ্যে একযোগে বিশেষ নিবিড় সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। তৃণমূলের (TMC) অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে বিজেপির (BJP) রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে এবং পরিকল্পনা করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে। দলটি ইতিমধ্যেই রাজ্যজুড়ে এই বিষয়ে মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে হেল্পডেস্ক চালু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen