ভূমিকম্পের কারণে বাংলাদেশে মৃত অন্তত তিন, আহত ৫০-র বেশি

November 21, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে দুই বাংলা। জানা যাচ্ছে, এই কম্পনের জেরে বাংলাদেশে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক ডাক্তারি পড়ুয়া আছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেওয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। ভূমিকম্পের কারণে ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ধসে পড়ে। ওই সময় অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রেলিংয়ের ধ্বংসাবশেষ তাঁদের মাথার উপর পড়ে।

কসাইটুলি থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয় বলে খবর মিলেছে। মৃত ডাক্তারি পড়ুয়ার নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাকি দুই মৃতের পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারকাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশে। নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন উৎপন্ন হয়েছে। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কলকাতা বা বাংলার অন্য কোথাও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen