কর্তব্যরত অবস্থায় মৃত BLO-দের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা নবান্নের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৬: বাংলায় দুই বুথ লেভেল আধিকারিক (BLO) প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। কোন্নগরের কর্তব্যরত অবস্থায় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হওয়া BLO-কে দেওয়া হবে ১ লক্ষ টাকা। নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মীদের সুরক্ষা ও স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব, তাই দ্রুত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই BLO শারীরিক অসুস্থতার মধ্যেও গত কয়েকদিন ধরে কাজ করছিলেন। কাজের অতিরিক্ত চাপও তাঁদের উপর ছিল। তাতেই দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে, কোন্নগরের বদরপুর অঞ্চলে SIR সংক্রান্ত কাজ করতে গিয়ে এক BLO হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন। সহকর্মীরাই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এখনও চিকিৎসাধীন তিনি। তাঁর পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।