সোমবারই প্রকাশিত হতে পারে SSC নবম-দশম নিয়োগ পরীক্ষার ফলাফল, জানুন আপডেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৯: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণার দিন প্রায় ঠিক হয়ে গেছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, স্কুল সার্ভিস কমিশন (SSC) সম্ভবত আগামী সোমবার ফল প্রকাশ করবে। শনিবার প্রকাশের সম্ভাবনা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাদশ-দ্বাদশ স্তরের ফল ঘোষণার সময় যে প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয়েছিল, তা মাথায় রেখেই এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
সেই সময় বহু পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন যে SSC-র ওয়েবসাইটে ঘণ্টার পর ঘণ্টা ঢোকাই যায়নি। কারও নম্বর কম দেখা গিয়েছিল, আবার কেউ ‘অযোগ্য’ হিসেবে দেখাচ্ছিলেন। এই নিয়ে একাধিক অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছায়। এমনকি ইন্টারভিউ-কল লিস্ট প্রকাশের পরেও অভিযোগ ওঠে, যেখানে ‘অযোগ্য’ প্রার্থীদের নামও নাকি তালিকায় ছিল। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই বিষয়ে মামলা দায়ের হয় এবং বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে আগামী বুধবার শুনানি নির্ধারিত হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, নবম-দশম স্তরের সমস্ত নথি, তথ্য এবং রেকর্ড একাধিক দফা যাচাই করা হচ্ছে। ক্রস-ভেরিফিকেশন (Cross-verification) প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফল ঘোষণা করা হবে না। তাই কিছুটা দেরি হলেও আরও নির্ভুল ফল প্রকাশ করাই তাদের লক্ষ্য।