চিকিৎসার ভার নেওয়া থেকে আর্থিক সহায়তা, কোন্নগরের অসুস্থ BLO-র পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

November 22, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: কোন্নগরে অসুস্থ এক বুথ স্তরের আধিকারিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন অসুস্থ হয়ে পড়া তপতী বিশ্বাসের (Tapati Biswas) খোঁজ নেন তিনি। শুক্রবার ফোনে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাঠিয়ে দেন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য।

তপতী বিশ্বাস কোন্নগরের নবগ্রামের বাসিন্দা। বয়স প্রায় ৬০। অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজের পাশাপাশি এসআইআরের দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরিবার জানায়, টানা রাত জেগে এনুমারেশন ফর্ম (Enumeration form) অনলাইনে আপলোড করার চাপ সামলাতে পারছিলেন না তিনি। বুধবার কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ফর্ম বিলি করার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁকে কোন্নগর মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অর্থাৎ সেরিব্রাল অ্যাটাক (Cerebral attack)।

বৃহস্পতিবার এমআরআই করানোর জন্য তাঁকে কলকাতায় আনা হয়, পরে আবার কোন্নগর মাতৃসদনে ফিরিয়ে নেওয়া হয়। তবে রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) স্থানান্তরিত করা হয়। তপতীর স্বামী জানান, এমআরআই (MRI) রিপোর্টে রক্তক্ষরণের বিষয়টি স্পষ্ট হয়েছে। কোন্নগরের হাসপাতালে স্নায়ু বিশেষজ্ঞ না থাকায় কলকাতায় সরিয়ে আনা হয় তাঁকে।

পরিবারের অভিযোগের পরই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। তপতীর দেওর প্রদীপ বিশ্বাস গোটা ঘটনা জানান। মুখ্যমন্ত্রী ফোনে চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরে শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরের এক আধিকারিক কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে তপতীর স্বামীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

এর আগে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তপতীর খোঁজ নেন শ্রীরামপুরের এসডিও শম্ভুদীপ সরকার। নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও যান। অসুস্থতার কারণে তপতীকে বিএলও-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen