দুবাই এয়ার শোয়ে বিধ্বস্ত তেজস, শহিদ উইং কমান্ডার নমনশ স্যায়াল সম্পর্কে জানেন?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: দুবাইতে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হাদিয়েছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার নমনশ স্যায়াল। হিমাচল প্রদেশের কাংরা জেলার বাসিন্দা নমনশ শুক্রবার প্রদর্শনী উড়ানে তেজস যুদ্ধবিমান চালাচ্ছিলেন। বিশেষ ফ্লাইং কৌশল প্রদর্শনের সময় আচমকা আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। মুহূর্তের মধ্যে তেজস মাটিতে আছড়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৭ বছরের এই অভিজ্ঞ পাইলটের। পরে ভারতীয় বায়ুসেনা সরকারি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
তেজস এলসিএ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্যতম নির্ভরযোগ্য যুদ্ধবিমান। দুই দশকেরও বেশি সময়ের পরিষেবা ইতিহাসে দ্বিতীয়বার ভেঙে পড়ল এই বিমান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শো চলাকালীন তেজসের গতি বা উচ্চতায় সমস্যা অথবা যান্ত্রিক ত্রুটি থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
নমনশের মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর জন্মভূমি হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর—সবাই শ্রদ্ধা জানিয়েছেন এই বীরপুত্রকে। সুজনপুর সৈনিক স্কুলের প্রাক্তনী নমনশ বায়ুসেনায় যোগ দেন ২০০৯ সালে। স্ত্রীও বায়ুসেনার অফিসার। রেখে গেলেন ছয় বছরের কন্যা এবং বৃদ্ধ বাবা-মাকে। দেশের জন্য জীবন দেওয়া এই পাইলটের প্রতি আজ সর্বত্রই শ্রদ্ধা ও শোকের সুর।