ঢাকার কাছে ফের ভূমিকম্প, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পনে আতঙ্ক ছড়াল বাংলাদেশে

November 22, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: মাত্র একদিনের ব্যবধানে ফের কেঁপে উঠল বাংলাদেশ (Bangladesh)। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩। ঢাকা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, কম্পনের কেন্দ্রস্থল ছিল বাইপাইল। যদিও হতাহতের খবর নেই, হালকা কম্পনেও মানুষজনের মধ্যে আতঙ্ক বেড়েছে।

এই আতঙ্কের মূল কারণ আগের দিনের অভিজ্ঞতা। শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছিল ঢাকাতেও। সেই ঘটনায় শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে সবচেয়ে বেশি, ৫ জন প্রাণ হারিয়েছেন। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু বহুতলে ফাটল ধরা পড়েছে। রাস্তাঘাটেও ক্ষতির ছবি ধরা পড়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, শুক্রবারের কম্পন যদি আর কয়েক সেকেন্ড স্থায়ী হতো, বিপর্যয়ের মাত্রা আরও বড় হতো।

ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং দল বেশ কিছু সরকারি ও বেসরকারি ভবনের পরিদর্শন করেছে। কোথাও কোথাও ফাটল মেরামতির কাজ চলছে। কিন্তু তবুও মানুষের মনে আতঙ্ক কাটেনি। শুক্রবারের ভয়াবহ অভিজ্ঞতার পর নতুন করে শনিবারের কম্পন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অনেকের মতে, শনিবারের ভূমিকম্পটি আগের দিনের ঘটনারই আফটারশক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen