অসুস্থ BLO-র কাজ করছে নাবালক ছেলে, জলপাইগুড়িতে SIR ঘিরে তীব্র বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.০০: জলপাইগুড়িতে এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে ফের চাঞ্চল্য। অসুস্থ এক বিএলও-র (BLO) কাজ সামলাচ্ছে তাঁর নাবালক ছেলে। অভিযোগ, এসআইআর ফর্ম (SIR form) নেওয়া থেকে শুরু করে স্বাক্ষর করা, সবই করছে ওই কিশোর। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়া বুথে। বুথ নম্বর ১৭/১৮০। এখানকার বিএলও অঞ্জুওয়ারা বেগম এসআইআর (SIR) শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকেই তাঁর কাজ সামলাচ্ছে ১৭ বছরের ছেলে আরিফ রহমান (Arif Rahman)। অভিযোগ, ফর্ম নিচ্ছে সে, এমনকি স্বাক্ষরও করছে অঞ্জুওয়ারার হয়ে। বিষয়টি জানাজানি হতেই চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, দ্রুত নতুন বিএলও নিয়োগ করা হোক। প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে।
শুধু এই ঘটনা নয়, শনিবার সকালে আরেক বিএলও-র (BLO) দেহ উদ্ধার হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) মিলেছে, যেখানে ওই কর্মী নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও সেখানে লেখা রয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে তৃণমূল (TMC)। দলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জটিলতা আর অবাস্তব সময়সীমা কর্মীদের সীমাহীন মানসিক চাপে ফেলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শনিবার X-এ লিখেছেন, এসআইআরের (SIR) চাপে আর কত মৃত্যু দেখতে হবে। তাঁর দাবি, পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক এবং অবিলম্বে সংশোধন প্রয়োজন।
এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় আত্মহত্যা, অসুস্থতা, অতিরিক্ত কাজের চাপের অভিযোগ উঠে আসছে। জলপাইগুড়ির নতুন ঘটনার পর প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে, এই পরিস্থিতিতে নিরাপদে ও স্বচ্ছভাবে কীভাবে চলবে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া?