ভারত-বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম! স্বরূপনগরের BJP পঞ্চায়েত সদস্যকে ঘিরে তুঙ্গে বিতর্ক

November 22, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩০: স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি (BJP) সদস্য সুভাষচন্দ্র মণ্ডলকে (Subhash Chandra Mandal) কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সুভাষবাবুর নাম রয়েছে ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই ভোটার তালিকায় (Voter list)।

সীমান্তবর্তী এই ব্লকের এই বিষয়টি সামনে আসতেই তীব্র হয়েছে রাজনৈতিক উত্তাপ। স্থানীয় সূত্র জানায়, স্বরূপনগরের ১০০ নম্বর বুথে তাঁর সিরিয়াল নম্বর ৫০২, আর বাংলাদেশের (Bangladesh) সাতক্ষীরার কলারোয়ার রুদ্রুপুর এলাকায় ভোটার তালিকায় সিরিয়াল নম্বর ৩৬১-এ রয়েছে একই নাম। কীভাবে একজন ব্যক্তি একসঙ্গে দুই দেশের নাগরিক হিসেবে নথিভুক্ত হতে পারেন, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

তৃণমূলের অভিযোগ, ‘অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি’। স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, “বিজেপি (BJP) অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলে। অথচ তাদেরই এক পঞ্চায়েত সদস্য অবৈধভাবে এখানে এসেছে। বিএসএফ (BSF) এবং স্বরাষ্ট্র দপ্তরের নজরদারির মধ্যেই এই ঘটনা ঘটেছে, অমিত শাহকেই এর জবাব দিতে হবে।”

তাঁর অভিযোগ, সুভাষ মণ্ডল প্রায় ২০১০-১১ সালের দিকে অবৈধ পথে ভারতে আসেন এবং পরে বিজেপি নেতাদের সহায়তায় তাঁর নাম ভোটার তালিকায় যুক্ত হয়। তৃণমূল জানিয়েছে, তারা পুরো ঘটনাটি নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাবে।

বিতর্কের মাঝেও বিজেপি নেতৃত্ব সুভাষ মণ্ডলকে আড়াল করেই বক্তব্য রাখছে। স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, “সুভাষবাবু বৈধ ভোটার। ভোটার লিস্টে নাম আছে, তাই আমরা কোনও সমস্যা দেখি না।” তিনি আরও জানান, “ওনাকে দিয়ে CAA-তে আবেদন করানো হবে। নাগরিকত্ব পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।”

একজন রাজনৈতিক পদাধিকারী কীভাবে একসঙ্গে দু’টি দেশের ভোটার তালিকায় থাকতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক মহলে জোর জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen