বানতলার চামড়া কারখানায় ভয়াবহ আগুন, গুরুতর আহত একাধিক শ্রমিক

November 22, 2025 | 2 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২৫: আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড বানতলায় (Bantala)। শনিবার দুপুরে বানতলার চর্মনগরীর ৯ নম্বর জোনের ৬৫ নম্বর প্লটের একটি চামড়া প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ঘটনায় একাধিক শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যে ঘরটিতে প্রথম আগুন (Fire) দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণ চামড়া ও চামড়াজাত পণ্য মজুত ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। কারখানার ভেতরে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আগুন দেখে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে অনেকে দগ্ধ হন।

কালো ধোঁয়ার কারণে চারদিক অন্ধকার হয়ে যায়। দূর থেকে দেখলেও বোঝা যাচ্ছিল আগুনের ভয়াবহতা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা (Firefighters) যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভানো কঠিন হয়ে উঠছে বলে দমকল সূত্রে জানা গেছে।

এদিকে, পুলিশের বড় বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কারখানা এলাকা ফাঁকা করানো যায়। চর্মনগরীজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

চলতি সপ্তাহের শুরুতেই বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেখানে প্লাস্টিক ও রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল জানায়, সেখানেও শর্ট সার্কিটই আগুন লাগার সম্ভাব্য কারণ। বিষ্ণুপুরের আগুনে রেশ কাটতে না কাটতেই আবারও বানতলায় বড় অগ্নিকাণ্ডে উদ্বেগ বাড়ল শিল্পাঞ্চলে। দমকল সূত্রে খবর, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen