‘বর্ডার খুলে দেওয়া হোক’, অনুপ্রবেশ নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

November 22, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪০: অনুপ্রবেশ ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফকে (BSF) দায়ী করার পর ফের বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুক্রবার স্বরূপনগরে (Swarupnagar) এক কর্মসূচিতে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে দায়ভার শুধু রাজনৈতিক দলের নয়, সীমান্তরক্ষী বাহিনীও দায় এড়াতে পারে না। তাঁর অভিযোগ, “দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ (BSF) পয়সার জন্য এসব করে।”

এর পর রাতেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটিতে এক সভায় গিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বাংলাদেশে (Bangladesh) ফেরত যেতে সীমান্ত এলাকায় ভিড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যদি কেউ বাংলাদেশ চলে যেতে চায়, আমার বক্তব্য, বর্ডার খুলে দেওয়া উচিত। ১৯৪৭-৪৮ সালে এদেশে আসার জন্য বাংলাদেশ বর্ডার খুলে দিয়েছিল। আজ শোধবোধ হয়ে যাক। এখান থেকে যারা বাংলাদেশ যেতে চাইছে, ছেড়ে দিক তাদের। লোক হালকা হোক। সঙ্গে মাফিয়া, গুন্ডা, চোর-ডাকাতরাও ওই দেশে চলে যাক।”

তাঁর এই মন্তব্যে নতুন করে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, দেশের নিরাপত্তা ও সীমান্তরক্ষার মতো সংবেদনশীল ইস্যুতে এমন মন্তব্য দলীয় লাইনের বিপরীতে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পানিহাটির সভায় এসআইআর নিয়েও সরব হন দিলীপ ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen