SIR আবহে নন্দীগ্রামে ফের অশান্তি, তৃণমূলের ভোট সুরক্ষা ক্যাম্পে BJP-র হামলার অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। এবার তৃণমূল কংগ্রেসের (TMC) ‘ভোট সুরক্ষা ক্যাম্প’-এ হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বিজেপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হরিপুর গ্রামে তৃণমূলের একটি ভোট সুরক্ষা ক্যাম্প লক্ষ্য করে আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা ক্যাম্পটি ভাঙচুর করে। ঘটনার পরেই নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তদন্তে নেমে পুলিশ অমিত প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত অমিত প্রামাণিক (Amit Pramanik) বিজেপির হরিপুর অঞ্চল কমিটির সদস্য বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, নন্দীগ্রামে ভোট সুরক্ষা ক্যাম্পে হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের গোবিন্দপুর মোড়ে তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিজেপির ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছিল। শুক্রবার রাতে হরিপুরের ঘটনা যেন তারই পুনরাবৃত্তি। পরপর এই হামলায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির স্থানীয় ২ নম্বর মন্ডল সভাপতি সুদীপ দাস (Sudip Das) অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”
অন্যদিকে, বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, “বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেটা টের পেয়েই ওরা ভয় পাচ্ছে। তাই কখনও দলীয় কর্মসূচিতে, কখনও কর্মীদের বাড়িতে, আবার কখনও ভোট সুরক্ষা ক্যাম্পে বিজেপি আশ্রিত গুন্ডারা হামলা চালাচ্ছে। ভেকুটিয়ার পর হরিপুরের ঘটনা ওদের গুন্ডামির প্রমাণ। মানুষ এই বিজেপিকে চায় না।”
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।