SIR-এর মাধ্যমে “নিজের ভোটার বাছাই করছে সরকার”: বিস্ফোরক নির্মলার স্বামী পরাকলা প্রভাকর

November 23, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) স্বামী ও অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর (Parakala Prabhakar) শনিবার এক বিস্ফোরক দাবি করে বলেছেন যে, বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া আসলে ভোটারদের হাতে সরকার বেছে নেওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে, সরকারকেই ভোটার বাছাই করার সুযোগ দিচ্ছে। তাঁর অভিযোগ, এর উদ্দেশ্য হল এমন মানুষদের তালিকা থেকে বাদ দেওয়া, যাঁরা (কেন্দ্রীয়) শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন।

জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) দেশের ১২টি রাজ্যে, যার মধ্যে বাংলাও রয়েছে, SIR-এর যে প্রক্রিয়া চালাচ্ছে, তা দেশের সাংবিধানিক মূল্যবোধ, চেতনা ও নৈতিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন প্রভাকর। তিনি বলেন, “এসআইআর মানে ভোটাররা সরকারকে নয়, সরকারই ভোটারদের বেছে নিচ্ছে।”

প্রভাকরের দাবি, তীব্র প্রতিবাদের মুখে NRC কার্যকর করতে ব্যর্থ হওয়ার পরই সরকার SIR-এর পথ বেছে নিয়েছে। তাঁর কথায়, এটি NRC-CAA-র এক প্রকার “পেছনের দরজা দিয়ে প্রবেশ”, যার মূল উদ্দেশ্য তথাকথিতভাবে অবাঞ্ছিত মানুষদের তালিকা থেকে বাদ দেওয়া। তিনি আরও বলেন, যখন কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তখন তাকে রাজনৈতিক পরিসর থেকে বিচ্ছিন্ন করা হয় এবং সেই মানুষদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে ঠেলে দেওয়া হয়, এবং এটাই SIR-এর মূল লক্ষ্য।

অর্থনীতিবিদের অভিযোগ, SIR প্রধানত প্রান্তিক, অশিক্ষিত এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বিহার বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, সেখানকার SIR প্রক্রিয়ায় এমনভাবে নাম ছাঁটাই করা হয়েছিল যে বিজেপির সমর্থক বলে মনে করা ভোটারদের নামই বেশি রাখা হয়েছিল। তাঁর বক্তব্য, এত কিছুর পরেও বিরোধী দলগুলি কীভাবে কিছু আসন জিততে পেরেছিল তা বিস্ময়কর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen