মধ্যপ্রদেশে রোগীর শয্যায় পথকুকুর! বিজেপির রাজ্যে স্বাস্থ্যব্যবস্থার চরম অবনতি ফের প্রকাশ্যে

November 23, 2025 | < 1 min read
Published by: Saikat
প্রতীকী ছবি (AI নির্মিত)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০:  BJP-শাসিত মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে রোগীদের শয্যায় পথকুকুর ঘুমোচ্ছে, এমন এক ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র। ঘটনাটি ঘটেছে কিল্লৌদ কমিউনিটি হেলথ সেন্টারে, এবং এই ঘটনা সংশ্লিষ্ট জেলা প্রশাসনও নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডে রোগীর জন্য রাখা শয্যায় নির্বিঘ্নে শুয়ে রয়েছে একাধিক পথকুকুর।

এই লজ্জাজনক ঘটনার পর এলাকায় ক্ষোভ বাড়তে থাকলে কর্তৃপক্ষ তড়িঘড়ি কিছু পদক্ষেপ গ্রহণ করে। ব্লক মেডিক্যাল অফিসার (BMOH) ধীরেন্দ্র শর্মা সঙ্গে-সঙ্গেই এক পরিচ্ছন্নতা কর্মীকে বরখাস্ত করেন এবং ডিউটিতে থাকা নার্সের ৭ দিনের বেতন কেটে নেওয়ার নির্দেশ দেন। জেলা কালেক্টর ঋষভ গুপ্ত জানান, স্বাস্থ্যকর্তাদের দায়িত্বে গাফিলতির জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনা আবারও প্রমাণ করে যে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে স্বাস্থ্যব্যবস্থা নজিরবিহীন অবহেলা ও অরাজকতায় ডুবে আছে। যেখানে রোগীরা ন্যূনতম সুরক্ষা ও পরিচ্ছন্নতার অধিকারটুকুও পান না, সেখানে হাসপাতালের শয্যা পথকুকুরের বিশ্রামস্থলে পরিণত হওয়া শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, মানুষের প্রতি চরম অবমাননা। বারবার এমন ঘটনা সামনে আসলেও বিজেপি সরকার স্বাস্থ্য পরিকাঠামোর দুর্দশা দূর করতে কোনও বাস্তব পদক্ষেপ নিচ্ছে না, এবং এই ভিডিও তারই আরেকটি নির্মম প্রমাণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen