IND VS SA Guwahati Test: রানের পাহাড়ে প্রোটিয়ারা, ব্যাকফুটে ভারত

November 23, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: গুয়াহাটিতে রানের পাহাড় খাড়া করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। কার্যত ভারতীয় বোলিংকে
ভোঁতা করে দিলেন প্রোটিয়ারা। প্রথম ইনিংসে তারা ৪৮৯ রান করল। জবাবে ব্যাট করতে নেমে ভারতের স্কোর বিনা উইকেটে ৯। দ্বিতীয় দিনের শেষে ৪৮০ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

কুলদীপের দুরন্ত স্পেলে প্রথম দিনে ম্যাচে ফিরেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে দাগ কাটতে পারলেন না ভারতীয় বোলাররা। চা-পানের বিরতির আগ পর্যন্ত কোনও উইকেটই পড়ল না। মার্কো জানসেন ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। টেস্টে প্রথম সেঞ্চুরি করেম মুথুস্বামী। হাফসেঞ্চুরি করেন জানসেন। ৯১ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলে কুলদীপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। ১১৫ রানে ৪ উইকেট কুলদীপের। দু’টি করে উইকেট পেয়েছেন বুমরাহ, সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৯। ক্রিজে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। ইতিমধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ পিছিয়ে ভারত। এই পরিস্থিতিতে ম্যাচ ড্র হলে আবারও ঘরের মাঠে সিরিজ হারবে টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen