স্মৃতি-পলাশের বিয়েতে বিপত্তি! কেন স্থগিত বিয়ের অনুষ্ঠান?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: বিশ্ব জয়ের পর বিয়ের পিঁড়িতে বসেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তাঁর সাত পাঁকে বাঁধা পড়ার কথা ছিল। সেখানেই ঘটল বিপদ। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির মাঝেই হৃদরোগে আক্রান্ত হলেন স্মৃতি মান্ধনার বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহারাষ্ট্রের সাঙ্গলিতে স্মৃতির ফার্মহাউসে বিয়ের আসর বসেছিল। চলছিল প্রস্তুতি। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন স্মৃতির বাবা। জানা যাচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাঙ্গলির একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। স্মৃতি ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়েছেন।
জানা গিয়েছে, শ্রীনিবাস মন্ধানার অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্মৃতির বিয়ের আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কবে ফের বিয়ের অনুষ্ঠান শুরু হবে তা জানানো হয়নি।