AFC Women’s Champions League: স্বপ্নভঙ্গ! খালি হাতে ফিরছে ইস্টবেঙ্গলের মেয়েরা
November 23, 2025
|
< 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিচ্ছে লাল-হলুদের মেয়েরা। উজবেকিস্তানের পিএফসি নাসাফকে হারালেই প্রথম ভারতীয় ক্লাব হিসাবে প্রতিযোগিতার শেষ আটে উঠত ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ টেবিলের শেষে থাকা দলের কাছে ০-৩ গোলে হেরে চীন থেকে ফিরছে লাল-হলুদের মেয়েরা
ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় নাসাফ। প্রথম গোলটি করেন দিয়োরাখন খাবিবুল্লায়েভা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে জারিনা নরবোয়েভার গোলে ব্যবধান বাড়ায় নাসাফ। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলায় ৯০+৭ মিনিটে খাবিবুল্লায়েভার গোলে আরও ব্যবধান বাড়ে। টানা দুই ম্যাচ হেরে চীন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে কলকাতার ময়দানের অন্যতম প্রধান ক্লাবের মেয়েদের।