জীবনের বাইশ গজে হার! প্রয়াত বাংলার তরুণ ক্রিকেটার

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: প্রয়াত বাংলার তরুণ ক্রিকেটার উদ্দালক আহমেদ। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। তাঁর ব্রেন টিউমার ধরা পড়েছিল। ক্যানসারের লাস্ট স্টেজে লড়াই চালাচ্ছিলেন তিনি। আজ, রবিবার প্রয়াত হলেন তিনি।

অলরাউন্ডার ছিলেন উদ্দালক। বাংলার অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। পাশাপাশি সিএবি-র ক্লাব ক্রিকেটে YMCA-র হয়েও খেলেছিলেন। গত এক বছর ধরেই নানান শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। একটা সময় ক্রিকেট খেলাও বন্ধ হয়ে গিয়েছিল। ধরা পড়ে ব্রেন টিউমার। মুম্বইয়ের টাটা মেডিক্যাল ক্যান্সার ইনস্টিটিউটে কেমোথেরাপি চললেও লাভ হয়নি।

জীবনের বাইশ গজে পরাজিত হয়ে না-ফেরার দেশে পাড়ি দিলেন উদ্যালক। উঠতি, প্রতিভাবান তরুণ ক্রিকেটারের মৃত্যুতে বাংলার ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen