এবার হাসিনার বিরুদ্ধে গুম-খুনের মামলার শুনানি, কে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৪: এবার শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে গুম-খুনের মামলার শুনানির প্রস্তুতি শুরু হয়েছে। এই মামলায় হাসিনার হয়ে লড়বেন আইনজীবী, মুক্তিযোদ্ধা জেডআই খান পান্না। রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে হাসিনার হয়ে মামলা লড়তে চেয়ে প্রবীণ আইনজীবী নিজেই আবেদন করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার সঙ্গে সঙ্গে আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গুমের মামলায় হাসিনার সঙ্গে সহ-অভিযুক্ত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা। কর্মরত ১৩ জন অফিসার বর্তমানে ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগারে বন্দি।
রবিবার ট্রাইব্যুনালে সেনা অফিসাররা অনুরোধ করেন, তাঁদের বিচার অনলাইনে করা হোক। তাঁরা সশরীরে হাজির হতে চাইছে না। সেই আর্জি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি বলেন, ট্রাইব্যুনালে যদি প্রাক্তন মন্ত্রী, সংসদ, পুলিশ কর্মকর্তারা আসতে পারেন তাহলে সেনা অফিসারেরা কেন পারবেন না? ট্রাইবুনালের কাছে সব অভিযুক্ত সমান।
গুমের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
অভিযোগ, হাসিনার সময় তার নির্দেশে নিরাপত্তা বাহিনী র্যাব বিরোধী দলের লোকজনকে অপহরণ করে গোপন কুঠুরিতে আটকে রেখে অত্যাচার করত।
ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম মামলায় তাঁর এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে। সেই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনাল আইনে বলা রয়েছে, অভিযুক্ত আইনজীবী দিতে না-পারলে বা তাঁর অনুপস্থিতিতে বিচার হলে রাষ্ট্রকে আইনজীবী দিতে হবে। সেই আইনজীবী অভিযুক্তের হয়ে আদালতে সওয়াল করবেন। আওয়ামী লীগের অভিযোগ, প্রথম মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসিনার হয়ে জোরালো সাওয়াল করেননি। রবিবার মামলার চার্জ গঠন সংক্রান্ত আলোচনার সময় প্রবীণ আর্জি জানান, তাঁকে যেন হাসিনার হয়ে মামলা লড়তে দেওয়া হয়। প্রথম মামলাতেও তিনি আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাঁকে রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।