ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, বাংলায় প্রভাব পড়বে কি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: নভেম্বর শেষের পথে। সকাল ও রাতে শীতের আমেজ আছে। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কবে? চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (SEN-YAAR)। যদিও সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এটি। আগামী ৪৮ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
ঘূর্ণিঝড়টির নাম ‘সেনিয়ার’। সংযুক্ত আরব আমিরশাহী নাম রেখেছে। যার অর্থ ‘সিংহ’। ঘূর্ণিঝড়টি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা তৈরি হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পর্যটক ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব বঙ্গে পড়বে না।