স্মৃতির বাবার পর এবার হবু স্বামীও হাসপাতালে! কী হলো হঠাৎ পলাশের?

এদিকে সোমবার আরও একটি উদ্বেগজনক খবর সামনে আসে—এবার পলাশ মুচ্ছলকেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। এক সরব ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইরাল ইনফেকশন ও অ্যাসিডিটি বেড়ে যাওয়ায় তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে আশঙ্কার কিছু নেই; চিকিৎসা শেষে তিনি ফের হোটেলে ফিরে গেছেন।
স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানান, রবিবার সকালে শ্রীনিবাস মন্ধানার হঠাৎ বুকে ব্যথা ওঠে। চিকিৎসকদের দাবি, এটি অ্যাঞ্জাইনা ধরনের ব্যথা। প্রাথমিক পরীক্ষায় কার্ডিয়াক এনজাইমের মাত্রা বাড়তে দেখা গেছে। রক্তচাপও বেশ বেড়েছে, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে অ্যাঞ্জিওগ্রাফি করা হবে বলেও জানান তিনি।
মিশ্র আরও বলেন, “এটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। স্মৃতি খুবই মানসিক চাপে রয়েছে এবং বাবাকে সুস্থ দেখেই সে বিয়ের নতুন তারিখ ঠিক করবে। আপাতত পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।”