কমিশনের সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: নির্বাচন কমিশনের আচমকা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া এবং কিছু প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
চিঠিতে মমতা উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Electoral Officer) সম্প্রতি জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা আর চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর (Contract Data Entry Operator) বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নির্বাচন-সংক্রান্ত কাজে যুক্ত না করেন। একই সঙ্গে কমিশনের তরফে এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। মমতার প্রশ্ন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই দক্ষ কর্মী রয়েছেন, তখন কেন বাইরের সংস্থার মাধ্যমে দীর্ঘ মেয়াদে নিয়োগ করা হচ্ছে? এর পিছনে কি কোনও রাজনৈতিক দলের স্বার্থ জড়িত?
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কমিশন নাকি বেসরকারি আবাসন কমপ্লেক্সে ভোটকেন্দ্র স্থাপনের চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর মতে, এটি সমস্যার সৃষ্টি করতে পারে। তাঁর বক্তব্য, ভোটকেন্দ্র (polling station) সব সময় সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে হওয়া উচিত। বেসরকারি আবাসনে বুথ হলে নিরপেক্ষতা নষ্ট হবে, বৈষম্য তৈরি হবে এবং সাধারণ মানুষের কাছে তা অন্যায্য মনে হবে।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও কমিশনকে চিঠি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, নথি সংক্রান্ত অস্পষ্টতা রয়েছে এবং বিএলওদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। কৃষিক্ষেত্রের ব্যস্ততম সময়ে এই প্রক্রিয়া চালানো অযৌক্তিক বলে দাবি করেছেন তিনি। মমতার কথায়, এই চাপের ফলে সাধারণ মানুষও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন এবং কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের ব্যবস্থা করতে এবং সময়সীমা পুনর্বিবেচনা করতে। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন না হয়, তবে তা সকলের কাছেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
Sharing herewith my today’s letter to the Chief Election Commissioner, articulating my serious concerns in respect of two latest and disturbing developments. pic.twitter.com/JhkFkF6RWs
— Mamata Banerjee (@MamataOfficial) November 24, 2025