উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল থেকে ফেরার পথে পুকুরে পুলকার পড়ে মৃত্যু ৩ স্কুলপড়ুয়ার

November 24, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia) মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল তিন পড়ুয়া। স্কুল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলকার পুকুরে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই পড়ুয়া। দুর্ঘটনার পরেই পলাতক গাড়ির চালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মারতি গাড়ি করে পড়ুয়ারা নিয়মিত স্কুলে যাতায়াত করত। সোমবারও স্কুল ছুটির পর তারা ওই গাড়িতে বাড়ি ফিরছিল। উলুবেড়িয়ার বহিরা এলাকায় পৌঁছনোর সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে পড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়ে ছোট ছোট পড়ুয়ারা।

বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে নামেন। গাড়ির ভিতর থেকে পড়ুয়াদের বের করে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিন পড়ুয়াকে মৃত ঘোষণা করেন। তাঁদের নাম ঈশিকা মণ্ডল, সৌভিক দাস ও অরিন দে। বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে। আহত দুই পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা। স্থানীয়রা জানান, বহিরা চৌরাস্তা থেকে শ্মশানপোতা যাওয়ার পথে বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া থানার (Uluberia Police Station) পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহায়তায় গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়। তবে দুর্ঘটনার পরই পালিয়ে যায় চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বাঁকের মুখে গাড়ি নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার কারণ। তবে অন্য কোনও গাড়ির সঙ্গে রেষারেষি চলছিল কি না, তা নিয়েও তদন্ত করছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen