ভারতীয় বিনিয়োগকারীদের জন্য ৫ বছরের জন্য কর ছাড়ের ঘোষণা আফগানিস্তানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: আফগানিস্তানে বিনিয়োগ টানতে ভারতীয় ব্যবসায়ীদের সামনে বিশেষ সুবিধার ঘোষণা করল তালিবান সরকার (Taliban government)। ভারত সফরে এসে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি (Nooruddin Azizi) জানিয়েছেন, ভারতীয় কোনও সংস্থা আফগানিস্তানে বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য কর মকুব করা হবে।
সোমবার অ্যাসোচেম আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে আজিজি বলেন, “আফগানিস্তানে বহু সুযোগ রয়েছে। এখানে বিশাল কোনও প্রতিযোগিতা নেই। কর মকুব সংক্রান্ত সুবিধা রয়েছে। জমি আমরা দেব। নতুন কোনও সেক্টরে যাঁরা লগ্নি করবেন, তাঁদের পাঁচ বছরের জন্য কর মকুব করা হবে।” তিনি আরও জানান, ভারতীয় সংস্থা যদি আফগানিস্তানে লগ্নি করার জন্য যন্ত্রপাতি আমদানি করে, তবে মাত্র ১ শতাংশ কর বসানো হবে।
বিশেষ করে সোনার খনি নিয়ে আগ্রহী লগ্নিকারী পেতে চাইছে আফগানিস্তান (Afghanistan)। ভারতীয় সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে আজিজি বলেন, আফগানিস্তানে গিয়ে গবেষণা করে সোনা উত্তোলনের কাজ শুরু করতে হবে। তবে শর্ত হিসেবে তিনি জানান, সোনা প্রক্রিয়াকরণের কাজ আফগানিস্তানেই করতে হবে যাতে স্থানীয় কর্মসংস্থান তৈরি হয়।
মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে সমস্যা থাকলেও আফগানিস্তানের মাটিতে বিনিয়োগের সুযোগ প্রচুর। তবে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সম্পর্ক চালুর ক্ষেত্রে ভিসা, এয়ার করিডর এবং ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধান জরুরি। এ বিষয়ে ভারত সরকারের (Government of India) সহযোগিতা চেয়েছেন তিনি।