উত্তরবঙ্গে মহাকাল মন্দির-সহ কনভেনশন সেন্টার প্রকল্পে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের

November 24, 2025 | 2 min read
Published by: Saikat


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৫: উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Govt)। নবান্নে (Nabanna) সোমবারের মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করলেন, দার্জিলিং জেলার মাটিগাড়ায় মহাকাল মন্দির নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে জমি বরাদ্দ করা হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরবঙ্গে মহাকাল মন্দির নির্মাণের। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

সরকারি তথ্য অনুযায়ী, মাটিগাড়া থানা এলাকার উজানো মৌজা (জেএল-৮৬) ও গৌড়চরণ মৌজায় (জেএল-৮১) জমি বরাদ্দ করা হয়েছে। পর্যটন দফতরের অধীনে থাকা এই জমিতে শুধু মন্দিরই নয়, সঙ্গে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও তৈরি হবে। মোট ২৫.১৫ একর জমি, যা আগে লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের লিজ হোল্ডে ছিল, তা এসজেডিএ-র কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে ১৭.৪১ একর ফাঁকা ও অপ্রয়োগকৃত জমি পর্যটন দপ্তরের হাতে যাবে ইন্টার-ডিপার্টমেন্টাল ট্রান্সফারের মাধ্যমে।

সরকারের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের ধর্মীয় ও সাধারণ পর্যটন উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দরজা খুলবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

মন্ত্রিসভার একই বৈঠকে উত্তরবঙ্গের জন্য আরেকটি বড় ঘোষণাও করা হয়, ডাবগ্রামে একটি নতুন আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণের অনুমোদন। বর্তমানে রাজ্যে নিউ টাউনের ‘বিসিসিআই’ এবং দিঘার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, এই দুটি বড় কেন্দ্র রয়েছে। নতুন কেন্দ্রটি তৈরি হবে ডাবগ্রাম মৌজায়, এশিয়ান হাইওয়ে- ২-এর পাশে তিস্তা টাউনশিপ এলাকায়। ১০ একর জমিতে নির্মিত হবে আধুনিক সুবিধাসম্পন্ন এই কনভেনশন সেন্টার।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের একটি বড় কনভেনশন সেন্টারের দাবি ছিল। অবশেষে সরকার সেই উদ্যোগে এগিয়ে গেল।” মহাকাল মন্দির ও নতুন কনভেনশন সেন্টার প্রকল্প দুটিই উত্তরবঙ্গের পর্যটন, সংস্কৃতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen