Cyclone Senyaar: মৎস্যজীবিদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করল আবহাওয়া দপ্তর

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০:  আলিপুর  আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং ২৪ নভেম্বরের দিকে এটি তীব্রতর হয়ে নিম্নচাপে পরিণত হয়ে গেছে। ২৬ শে নভেম্বর অর্থাৎ বুধবারের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার পর কোন পথে এবং কোন দিকে যাবে সে সম্পর্কে আবহাওয়া দপ্তরের কর্তা নিশ্চিত নন। তিনি জানালেন “আমরা এখন বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলের উপর নজর রাখছি। এটি ধীরে ধীরে আজ একটি নিম্নচাপে পরিণত হবে এবং বুধবারের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।” তিনি আরও জানালেন, যদি এই নিম্নচাপ বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়, তাহলে এখানকার আবহাওয়ার উপর এর সরাসরি প্রভাব পড়বে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলা এবং কলকাতায় শীতের সূচনা ব্যাহত হবে কারণ তাপমাত্রা বৃদ্ধি পাবে।”

একই সাথে, যদি এই ঘূর্ণিঝড় অন্য কোনও দিকে অগ্রসর হয়, তাহলে রাজ্যের আবহাওয়ার উপর এর পরোক্ষ প্রভাব পড়বে। এর ফলে তাপমাত্রাও বৃদ্ধি পাবে, তবে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে না।

“আমরা এই ঘূর্ণিঝড়ের উপর নজর রাখছি। আগামী দুই দিনের মধ্যে আমরা এই ঘূর্ণিঝড়ের একটি পরিষ্কার ছবি পাব এবং সেই অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে,” বলেন ওই কর্তা। এদিকে, মৎস্যজীবিদের ২৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং ২৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen