ভারতে ভেসে আসছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই, উড়ানসংস্থাগুলির জন্য সতর্কবার্তা জারি DGCA-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: দশ হাজার বছর পর ফের জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি। সেই অগ্নুৎপাতের ছাই এসে পৌঁছেছে দিল্লিতে। মনে করা হচ্ছে, এই ছাইয়ের জেরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে। বিমানগুলির জন্য জারি হয়েছে হাই অ্যালার্ট। ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৫ হাজার ফুট উচ্চতায় ছাই ভাসছে। দিল্লি থেকে ছাই ভেসে যাচ্ছে উত্তর-পূর্ব দিকে। আম জনতার জন্য আশঙ্কার কোনও কারণ আপাতত নেই। কিন্তু উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, দশ হাজার বছর পর রবিবার জেগে উঠেছে ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি। শুরু হয়েছে ভয়ংকর অগ্ন্যুৎপাত। তার ছাইয়ের জেরেই গোটা বিশ্বের উড়ান চলাচল ব্যাহত হচ্ছে।
DGCA, দেশের সব উড়ানসংস্থাগুলির জন্য সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে, উড়ানসংস্থাগুলিকে অগ্নুৎপাতের কথা মাথায় রেখে বিমানের যাত্রাপথ স্থির করতে হবে। যেসমস্ত জায়গায় অতিমাত্রায় ছাই ভাসছে, সেগুলি এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। কত উচ্চতায় বিমান ওড়ানো যাবে তা নিয়েও বিমানচালকদের সতর্ক করা হয়েছে। তাঁদের উদ্দেশ্যে আরও নির্দেশ দেওয়া হয়েছে, বিমানের মধ্যে কোনও গন্ধ পেলে বা ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিকল হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে।
আবহবিদদের মতে, সোমবার রাতে রাজস্থানের যোধপুর-জয়সলমের হয়ে ভারতে ভেসে এসেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই। ছাই গুজরাতেও দেখা যাবে। এছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানার কিছু অংশে ছাই ভেসে আসবে। আকাশ ঘোলাটে দেখাতে পারে। কিছু জায়গায় আকাশ থেকে ছাইও ঝরে পড়ার ক্ষীণ সম্ভাবনা আছে। ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতায় ছাই রয়েছে, তাই দূষণের সম্ভাবনা নেই।