রাজ্যের CEO দপ্তরে এখনও জারি BLO অধিকার রক্ষা সংগঠনের অবস্থান

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৯: SIR সংক্রান্ত কাজে অতিরিক্ত চাপের অভিযোগে সোমবার পথে নেমেছিলেন BLO অধিকার রক্ষা কমিটি। রাজ্যের সিইও দপ্তরে পৌঁছেছিলেন তাঁরা। গতকাল থেকে একটানা চলছে অবস্থান বিক্ষোভ। মধ্যরাতে বিজেপি নেতা সজল ঘোষ সহ কয়েকজন সেখানে হাজির হয়, তাতে উত্তেজনা আরও বাড়ে। যদিও BLO-দের সংগঠনের সদস্যরা অবস্থান জারি রেখেছেন।

আজ, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনের পরিবেশ থমথমে। ব্যারিকেড লাগানো হয়েছে। নজরদারি বেড়েছে। জানা গিয়েছে, সিইও দপ্তরের ভিতরে এখনও BLO অধিকার রক্ষা কমিটির ১৩ জন সদস্য অবস্থানে আছেন। তাঁদের দাবি, সহকর্মীরা যে মানসিক চাপের মধ্যে পড়েছে, প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছেন, সেই সতীর্থদের কথা ভেবে এই অধিকার রক্ষা কমিটি তৈরি করা হয়েছে।

সোমবার BLO-দের মিছিল সিইও দপ্তরে পৌঁছলে প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর হঠাৎই এক কর্মী বলেন, সিইও-র সঙ্গে দেখা হবে না। এরপরই শিক্ষকদের বের করে দিতে বলা হয়। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। দপ্তরের মেঝেতে বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে পুলিশ দিয়ে সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। অনেক রাত পর্যন্ত দপ্তরের ভিতরে আটকে থাকেন রাজ্যের সিইও। সাড়ে এগারোটা নাগাদ তাঁকে বাইরে বের করে আনা হয় বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen