বান্ধবীর সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটে তোলপাড় নেট দুনিয়া! বিয়ের আগেই কি ফাটল ‘পালরিতি’ জুটিতে?

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: সেলেব দের একধিক জুটি আমাদের মতো সাধারণ মানুষদের অনুপ্রাণিত করে। সেরকমই জনপ্রিয় ‘পালরিতি’ জুটিকে ঘিরে এবার উঠছে ভাঙনের গুজব। সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু স্ক্রিনশট দাবি করছে—স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নাকি টালমাটাল অবস্থা, বিয়েও অনিশ্চয়তার মুখে। নেটিজেনদের দাবি, এই টানাপোড়েনের নেপথ্যে রয়েছেন এক তৃতীয় নারী।

পরিকল্পনা অনুযায়ী রবিবারই চার হাত এক হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন তিনি স্থিতিশীল হলেও, পরের দিনই পলাশের দিদি পলক মুচ্ছল ঘোষণা করেন—বিয়ে আপাতত স্থগিত। এর সঙ্গে যোগ হয়েছে আরও এক অদ্ভুত পরিস্থিতি। বিয়ের আয়োজনের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন স্মৃতি। এমনকি জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিলদের মতো ঘনিষ্ঠরা, যাঁরা বিয়ের অনুষ্ঠান থেকে ছবি পোস্ট করেছিলেন, তাঁরাও সব সরিয়ে দিয়েছেন।

এদিকে নেটদুনিয়ার নজর গিয়ে ঠেকেছে কিছু ভাইরাল স্ক্রিনশটের দিকে। অভিযোগ, পলাশ নাকি থানের কোরিওগ্রাফার মেরি ডি’কস্টার সঙ্গে বেশ ঘনিষ্ঠ কথোপকথনে যুক্ত ছিলেন। কোথাও তিনি সমুদ্রসৈকতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, কোথাও আবার একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব। এমনকি স্মৃতির সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে সেই কথোপকথনে। তবে এই স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত নয়।

কে এই মেরি? লিঙ্কডইন বলছে, থানের এই কোরিওগ্রাফারের সঙ্গে স্মৃতির দীর্ঘদিনের পরিচয় রয়েছে। কিন্তু জল্পনা বাড়তেই তিনি নিজের ইনস্টাগ্রাম একেবারে খালি করে দিয়েছেন। আরও শোনা যাচ্ছে, বিয়ের আগের রাতেই পলাশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল মেরিকে।

সব মিলিয়ে, ‘পালরিতি’র স্বপ্নময় গল্পে ফাটল সত্যিই ধরল? নেটদুনিয়ার কৌতূহল এখন সেখানেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen