সড়কপথে বনগাঁ রওনা হলেন মমতা, বিলম্বিত তৃণমূল সুপ্রিমোর কর্মসূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩২: সংস্থার লাইসেন্সে সমস্যার জেরে উড়ল না হেলিকপ্টার। তাই সড়কপথে বনগাঁর উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে SIR-র প্রতিবাদে সভা করবেন তৃণমূল নেত্রী। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে তাঁর।
হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা ছিল তাঁর। যে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, তাতে লাইসেন্স সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে। সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা। জানা গিয়েছে, গত ছ’মাস মুখ্যমন্ত্রী ওই হেলিকপ্টার ব্যবহার করেননি। ফলে উড়ান সংক্রান্ত লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন, সোমবার নিয়ম মেনে মহড়াও দিয়েছিল হেলিকপ্টারটি। সেই সময় লাইসেন্সের বিষয়ে কিছু জানানো হয়নি। মঙ্গলবার উড়ান সংস্থা জানায় লাইসেন্সের কথা। কেন এমন হল, তদন্ত করবে নবান্ন।সড়কপথে বনগাঁ যেতে বেশ কিছুটা সময় লাগবে। ঠিক হয়েছিল, দুপুর ১টায় মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে। তারপর আড়াইটে নাগাদ পদযাত্রা শুরু হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর বনগাঁ পৌঁছতে দেরি হবে, নির্ধারিত সময়ের পরে সভা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাস্থলে পৌঁছে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তারপর শুরু হবে পদযাত্রা।