রাজ্যের সাফল্য! পুরুলিয়া, বাঁকুড়ায় আসছে বিপুল অঙ্কের বিনিয়োগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩২: জঙ্গলমহল অঞ্চলের একাধিক জেলায় আসছে বিপুল অঙ্কের বিনিয়োগ। রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর সূত্রে খবর, রাজ্যের চার জেলায় উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিনিয়োগ অনুমোদন পেয়ে গিয়েছে প্রস্তাবগুলি। ফলে ডিসেম্বরের শিল্প সম্মেলনের আগে বাংলার শিল্প মহলের জন্য রীতিমতো সুসংবাদ।
জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে বিনিয়োগ আসা প্রশাসনের সাফল্য হিসাবেই প্রমাণিত হয়। গত কয়েক বছর ধরে বিভিন্ন রাস্তা সম্প্রসারণ, শিল্প পার্ক, লজিস্টিক হাব ও নীতিগত ছাড়ের মাধ্যমে কার্যত বিনিয়োগ ডেকে এনেছে রাজ্য। বিনিয়োগ জেরে অচিরেই জঙ্গলমহলের শিল্প মানচিত্রে পরিবর্তন ঘটতে চলেছে।
বাঁকুড়ায় ৪,৫৯০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে খবর মিলেছে। পূর্ব বর্ধমানে বিনিয়োগের পরিমাণ ৫৯০ কোটি টাকা এবং পশ্চিম বর্ধমানে ৩৫০ কোটি টাকা। পুরুলিয়ায় আসছে ৯০ কোটি টাকার বিনিয়োগ। প্রস্তাবগুলির অধিকাংশই ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন পেয়ে গিয়েছে বলে খবর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সব বিনিয়োগ প্রকল্প আগামী দেড় বছরের মধ্যে বাস্তবায়িত হবে। আশা করা হচ্ছে, অন্তত ২০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। পরিবহণ, খাদ্য সরবরাহ, হোটেল, জ্বালানি, পরিষেবা ও অন্যান্য সহায়ক শিল্পেও আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।