বুকে ব্যথা, অসুস্থ শরীর! SIR-এ কাজের চাপে হাপুস নয়নে কান্না বাঁকুড়ার মহিলা BLO-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩১: এবার বাঁকুড়ার পাত্রসায়রে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও (BLO)। মঙ্গলবার নারায়ণপুর গ্রামের ২২৪ নম্বর বুথে দায়িত্বে থাকা আইসিডিএস সুপারভাইজর সবিতা সর্দার এনুমারেশন ফর্ম (Enumeration form) সংগ্রহের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর নিজেই পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Primary Health Centre) গিয়ে চিকিৎসকের কাছে ভর্তি হন।
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযোগ করেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তাঁর শরীর আর সাড়া দিচ্ছে না। সবিতা জানান, তিনি নদীয়ার (Nadia) নাকাশিপাড়ার বাসিন্দা। প্রায় দেড়শো কিলোমিটার দূরে শিশুসন্তানকে নিয়ে ভাড়াবাড়িতে থাকেন। এলাকার ভোটারদের (Voter) অনেককেই চেনেন না।
তিনি বিএলওর (BLO) দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, এমনকি ‘দিদিকে বলো’তেও ফোন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশে তাঁকে দায়িত্ব নিতে হয়। তাঁর কথায়, “দিনভর বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দেওয়া-নেওয়া, তার পর রাত জেগে তথ্য কমিশনের পোর্টালে আপলোড করতে হচ্ছে। কয়েক দিন ধরে এভাবেই চলছে। শরীর আর দিচ্ছে না।”