১৪ মাস পর বন্দিদশা থেকে মুক্তি মেহবুবা মুফতির

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের আগে থেকে মেহবুবাকে বন্দী করেছিল কাশ্মীর প্রশাসন।

October 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবশেষে মুক্তি। এক বছরের বেশি সময়ের পর মঙ্গলবার বন্দিদশা থেকে রেহাই পেলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এদিন রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মুফতি। উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের আগে থেকে মেহবুবাকে বন্দী করেছিল কাশ্মীর প্রশাসন।

গত বছর আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করে কেন্দ্র সরকার। সেই সময় থেকে অশান্তি পাকাতে পারে এই অজুহাতে জন নিরাপত্তা আইনে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে রাখা হয়। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। বাকিরা মুক্তি পেলেও এক বছরের বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। তাঁর মুক্তি চেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন মেয়ে ইলতিজা। শুনানিও চলছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রহিত কানশাল জানান, “আজ রাতে মেহবুবা মুফতিকে ছেড়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত গত শুনানিতে কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনকে কার্যত ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত।বিচারপতি সঞ্জয় কিষান কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চায়, “একজনকে কতদিন ধরে আটক করে রাখা যেতে পারে? মেহবুবা মুফতিকে কতদিন বন্দি করে রাখতে চাইছেন?” প্রসঙ্গত, গত জুলাই মাসেই মুফতিকে আটক করে রাখার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।এনিয়ে জবাবও তলব করা হয়। সেই মামলায় চূড়ান্ত রায় দেওযা হয়নি। তার আগেই রেহাই পাচ্ছেন মেহবুবা মুফতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen