এবার থেকে ভোটার তালিকার যাবতীয় কাজে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: এবার ভোটার তালিকায় নাম তোলা, নতুন ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন-সহ যাবতীয় অনলাইন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক করল কমিশন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এসব ক্ষেত্রে এতদিন আধার ছিল ঐচ্ছিক। এবার তা বাধ্যতামূলক।
অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ব্যক্তির আধারের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত থাকলে তবেই অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করা যাবে। আধার মেলার পর ওটিপি আসলে ফর্ম পূরণ করতে পারছেন ভোটাররা। নয়া নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, অনলাইনে নতুন নাম তোলার ক্ষেত্রে ৬ নম্বর ফর্ম, নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম এবং নতুন এপিকের আবেদনের জন্য ৮ নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আধার সংযোগ ও যাচাই বাধ্যতামূলক।
এখন ইনিউমারেশন ফর্ম সংক্রান্ত কাজ চলছে। নতুন নাম তোলার আবেদন সহ বাকি ফর্ম জমা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেইদিন থেকে ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া সহ বাকি কাজ শুরু হবে। ৮ জানুয়ারি পর্যন্ত কাজ চলবে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আধার কার্ড যাচাই করাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে।