ভুল ম্যাপিংয়ের জের! বাড়ছে বিভ্রান্তি, চিন্তিত ভোটাররা

November 26, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: SIR ঘিরে একের পর এক ভোগান্তি বেড়েই চলেছে। ভুল ম্যাপিংয়ের মাশুল গুনতে হচ্ছে ভোটারদের।
২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে, ইনিউমারেশন ফর্মে যাবতীয় তথ্যও লিখেছেন ভোটার। কিন্তু ফর্ম জমা পড়ছে না! ২০০২ সালের তথ্য লিখে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার সময় BLO দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তির ফর্ম জমা পড়ে গিয়েছে। এমন অজস্র অভিযোগ আসছে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে। নয়া বিভ্রান্তি তৈরি হচ্ছে। ভোটারদেরও উদ্বেগ বাড়ছে।

জানা যাচ্ছে, ম্যাপিংয়ের অর্থাৎ এখনকার ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের তথ্য যাচাই প্রক্রিয়ার গণ্ডগোলের জেরে এমন ভোগান্তি হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার ম্যাপিং করে বা মিলিয়ে দেখে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে BLO অ্যাপে। তাতেই বেঁধেছে বিপত্তি। তথ্য অ্যাপে না-তোলার ফলে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা। রাজ্যের একাধিক জায়গায় এমন ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের দাবি, ম্যাপিংয়ের তথ্য অ্যাপে আপলোডের সময় অনেক ত্রুটি হয়েছে। এর জেরে বিপত্তি। রাজ্যের সর্বত্র এমন ঘটনা ঘটছে।

কোনও সমাধানসূত্র মেলেনি এখনও। আপাতত এই ধরনের ফর্মগুলি BLO-দের কাছে রেখে দিতে বলা হচ্ছে। ৪ ডিসেম্বরের পর এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আতঙ্কিত ভোটাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen