SIR-র কাজের চাপে বিষ খেয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের BLO, মৃত্যুর আগে ভিডিও বার্তায় কী বলেছেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: বাংলা, কেরল, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মোদী-শাহের রাজ্য গুজরাতের পর এবার ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আত্মঘাতী হলেন BLO। অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপে BLO আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন ৪০ বছর বয়সি এক BLO। পরিবারের অভিযোগ, কাজের চাপের পাশাপাশি প্রশাসনের কর্তারাও তাঁর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওতে তাই বলেছিলেন BLO। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে যোগী সরকার।
জানা গিয়েছে, ওই BLO-র নাম বিপিন যাদব। তিনি উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা, পেশায় স্কুলশিক্ষক। মঙ্গলবার সকালে সকলের নজর এড়িয়ে বাড়িতেই বিষপান করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বিপিনকে। স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গোন্ডা মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তর করে দেন। পরে মেডিক্যাল কলেজ থেকে বিপিনকে নিয়ে যাওয়া হয় লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে। চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি করানোর আগে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত BLO-র পরিবারের অভিযোগ, SIR-র কাজের অত্যধিক চাপ সহ্য করতে না-পেরে আত্মহত্যা করেছেন তিনি।
অসুবিধার কথা প্রশাসনের উর্ধ্বতনদের জানিয়েছিলেন BLO। সমস্যা মেটেনি। পরিবার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। পরিবারের তরফে দাবি করা হয়, নিজেকে শেষ করে দেওয়ার আগে SIR সংক্রান্ত কাজ নিয়ে মানসিক চাপের কথা বলেছিলেন বিপিন। ভিডিও রেকর্ড করেন BLO-র স্ত্রী। সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাঁরা। ভিডিও সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। প্রশাসনের তরফে পরিবারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।