২০২৬ বিশ্বকাপের পরেই বিয়ে রোনাল্ডো-জর্জিনার, ভেন্যু ঠিক হল ১৫১৪ সালের ঐতিহাসিক ক্যাথেড্রালে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: এ বছরের গ্রীষ্মেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অবশেষে বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছেন পর্তুগিজ তারকা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর দাবি, আগামী বছর ২০২৬ সালের বিশ্বকাপ শেষে নিজ জন্মভূমি মাদেইরাতেই চার হাত এক করবেন ফুটবলের এই আইকন।
রোনাল্ডো ও জর্জিনা এ বছরের আগস্টে এনগেজমেন্টের ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। প্রায় নয় বছরের সম্পর্কের পর তাদের পথ চলা এবার বিয়েতে গড়াতে চলেছে।
জানা গেছে, ঐতিহাসিক ৫১১ বছরের প্রাচীন ফুঞ্চালের ক্যাথেড্রালেই অনুষ্ঠিত হবে এই রাজকীয় বিয়ে—১৫১৪ সালে উদ্বোধন হওয়া গির্জাটি রোনাল্ডোর জন্মস্থান হাসপাতাল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। একইসঙ্গে এটি তাঁর শৈশবের ক্লাব নাসিওনাল দা মাদেইরারও কাছেই।
পিয়ার্স মরগানকে এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “সময়ের উপরই বিশ্বাস রেখেছিলাম। ভালো জিনিস সবসময় সঠিক সময়ে আসে। জর্জিনা আমার জীবনের ভালোবাসা—তাই এবারই ঠিক সময়।”